সেবাসমূহঃ
(1) প্রতি দশ বৎসর অন্তর আদম শুমারি, কৃষি শুমারি এবং অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ এবং পরিচালনা
(2) বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরী হার তথ্য সংগ্রহ ।
(3) বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমাণ এবং ভূমি ব্যবহার সংক্রান্ত তথ্য সংগ্রহ।
(4) শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য বিভিন্ন জরিপ (MICS, MSVSB) তথ্য সংগ্রহ।
(5) মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপনের জন্য Gender Statisticsতথ্য সংগ্রহ।
খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য (HIES জরিপ) সংগ্রহ এবং পরিচালনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS