Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সেবাসমূহঃ

(1)         প্রতি দশ বৎসর অন্তর আদম শুমারি, কৃষি শুমারি এবং অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ এবং পরিচালনা

(2)        বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরী হার তথ্য সংগ্রহ ।

(3)        বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমাণ এবং ভূমি ব্যবহার সংক্রান্ত তথ্য সংগ্রহ।

(4)        শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য বিভিন্ন জরিপ (MICS, MSVSB) তথ্য সংগ্রহ।

(5)       মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপনের জন্য Gender Statisticsতথ্য সংগ্রহ।

খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য (HIES জরিপ) সংগ্রহ এবং পরিচালনা।